ছাত্রজীবন থেকেই শিক্ষার্থীদেরকে আর্থিক ও বিনিয়োগ ব্যবস্থাপনা নিয়ে জ্ঞান অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আশরাফুল আলম।

 

বুধবার (২১ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শেয়ার মার্কেটে বিনিয়োগ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

 

এসময় প্রফেসর ড. মো. আশরাফুল আলম বলেন, শিক্ষার্থীদের ছাত্রজীবন থেকেই আর্থিক ও বিনিয়োগ ব্যবস্থাপনা নিয়ে জ্ঞান অর্জন করতে হবে। আর এসআইইউ শুধু পাঠ্যক্রমে সীমাবদ্ধ নয়, বরং প্রাত্যহিক জীবনের নানা দক্ষতা দিয়েও শিক্ষার্থীদের গড়ে তুলতে চায়। ক্যাপিটাল মার্কেট বিষয়ক জ্ঞান অর্জন অত্যন্ত জরুরী।

 

ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, ব্যবসায় এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নাঈমা মাসউদ নীলা এবং বাংলাদেশ ইন্সটিউটটিউট অব ক্যাপিটাল মার্কেটের ডেপুটি পরিচালক মো. সিরাজুল ইসলাম এসিএস। 


অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের সহকারী অধ্যাপক এসএস কালাবিন সালিমা, প্রভাষক ফাহিমা আক্তার এবং আদনান আহমেদ।


 কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মহসীন হোসাইন। অনুষ্ঠান উপস্থাপনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের  প্রভাষক নিত্যানন্দ বর্মণ। কর্মশালায় ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগের গুরুত্ব, বিও একাউন্ট খোলা ও পরিচালনার নিয়মকানুন ইত্যাদি বিষয়ের ওপরও আলোকপাত করেন বক্তারা।  এসময় বিবিএসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার মার্কেটে বিনিয়োগ বিষয়ক এক কর্মশালার সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট এবং এসআইইউ ব্যবসায় প্রশাসন বিভাগ। 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন