শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শফিকের বড় ভাই কালাম (৩৫) নিহত হয়েছেন। হামলায় গুরুতর আহত হন শফিকও। এ ঘটনার দ্রুত বিচার দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে নৃবিজ্ঞান সমিতির আয়োজনেই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

গত ৬ নভেম্বর গৌরীপুরের কিল্লা তাজপুর গ্রামে শিক্ষার্থী শফিক ও তাঁর বড় ভাই কালাম হামলার শিকার হন। গুরুতর আহত কালাম ১৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত শফিক এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ পরিবারের ওপর এ ধরনের নির্মম হামলা অমানবিক এবং অগ্রহণযোগ্য। দ্রুত সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস ও বিভাগের শিক্ষক ফারিয়া বিনতে আরিফ। উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক চৌধুরি ফারহানা ঝুমা, সহযোগী অধ্যাপক মনি পাল, প্রভাষক চাঁদ মিয়া ও মাসুম বিল্লাল।

নৃবিজ্ঞান সমিতির ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ সাদিকুর রহমানের সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন জিএস আবু সাইদ নোমান, মাহবুব হাসান অনু, রুবেল মিয়া রাব্বি প্রমুখ।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, মানববন্ধন, নৃবিজ্ঞান