শাবিপ্রবিতে পুনঃভর্তি ও সেমিস্টার ফি পরিশোধের নির্দেশ, শিক্ষার্থীদের ক্ষোভ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৬ নভেম্বর, ২০২৫ ৭:০৮ অপরাহ্ন
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি আদেশ (জিও) জারির দাবিতে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করেছেন ঐতিহ্যবাহি মুরারিচাঁদ (এমসি) কলেজের পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা।
রোববার (১৬ নভেম্বর) কলেজের কলাভবনের সামনে ওই কর্মসূচি পালন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মৌসুমী আফরোজ। সঞ্চালনা করেন রসায়ন বিভাগের প্রভাষক চঞ্চল রায়। শুভ। এসময় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক জোস্না বেগম, বাংলা বিভাগের প্রভাষক এস এম আনোয়ারুজ্জামান প্রমুখ।
বক্তারা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের বিধিবহির্ভূত ৫৪টি আদেশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রায় আড়াই হাজার প্রভাষকের পদোন্নতি আটকে রয়েছে। পাঁচ বছরের পদোন্নতির যোগ্যতা অর্জন করেও ১২ বছর ধরে বঞ্চিত রয়েছেন তারা।
এ সময় সারাদেশের সরকারি কলেজগুলোতে একই দাবিতে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি চলমান রয়েছে বলেও জানান বক্তারা।
বক্তারা দাবি করেন, ৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির বিষয়ে ডিপিসি সভা সম্পন্ন হলেও সরকারি আদেশ জারি না হওয়ায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এ সময় দ্রুত পদোন্নতির জিও জারি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সরকার ইচ্ছে করলেই বঞ্চিতদের পদোন্নতি দিতে পারে জানিয়ে বক্তারা বলেন, ‘৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতি যোগ্য প্রভাষকদের অনতিবিলম্বে পদোন্নতি চাই। দাবি না মানা পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’
এমসি কলেজ আন্দোলন, নো প্রমোশন নো ওয়ার্ক, প্রভাষকদের পদোন্নতি দাবি, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার, সহকারী অধ্যাপক পদোন্নতি