শাবিপ্রবিতে পুনঃভর্তি ও সেমিস্টার ফি পরিশোধের নির্দেশ, শিক্ষার্থীদের ক্ষোভ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৬ নভেম্বর, ২০২৫ ১২:০২ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের রোডম্যাপ রোববার ঘোষণা করা হবে।
শনিবার (১৫ নভেম্বর) রাত ১০ টায় শাবিপ্রবির উপাচার্যের সভাকক্ষে শিক্ষার্থীদের সাথে আলোচনা সভায় এই তথ্য জানান উপাচার্য এম এ সরওয়ারদ্দিন চৌধুরী।
আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শাকসু নির্বাচনের দাবি শনিবার সন্ধ্যা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল আন্দোলন শিক্ষার্থীরা। সন্ধ্যা পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসায় সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলো তারা। তবে রাত সাড়ে ৯টায় পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে মাঠে দেখা যায়নি।পরবর্তীতে আন্দোলনকারীরা ভিসির সাথে আলোচনায় বসে।
এসময় নির্বাচনের তারিখ পরিবর্তনের ব্যাপারে শিক্ষার্থীরা জানতে চাইলে উপাচার্য এম এ সরওয়ারদ্দিন চৌধুরী বলেন, নির্বাচন কমিশনকে আগামীকাল রোডম্যাপ ঘোষণা করার কথা বলেছি। নির্বাচন আগানোর বিষয়টি রোডম্যাপ তৈরির সময় বিবেচনা করে দেখবে। যদি সম্ভব হয় তাহলে পরিবর্তন করা হবে।
শাকসু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি, সিলেট