বৃষ্টি নেই তাপমাত্রাও অপরিবর্তিত, সিলেটে শুষ্ক আবহাওয়া
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ন
বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় ‘বিজলি কৃষি’ অর্থাৎ কৃষিজমিতে সোলার বিদ্যুৎ উৎপাদনকে অন্তর্ভুক্ত করার দাবিতে সুনামগঞ্জের চিনাউড়া আনারস বাগানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশের অধিকাংশ ভূমি কৃষিজমি হওয়ায় বৃহৎ সোলার বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সীমাবদ্ধতা রয়েছে। তবে কৃষিজমিতে ছায়া না ফেলেই সোলার প্যানেল স্থাপন করে ছোট ছোট বিদ্যুৎ প্লান্ট গড়ে তোলা অত্যন্ত সম্ভাবনাময় বলে মনে করেন আয়োজনকারীরা। তাঁদের দাবি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে জাতীয় জ্বালানি নীতিতে এই পদ্ধতি অন্তর্ভুক্ত করা জরুরি।
সমাবেশে কৃষক, তরুণ ও পরিবেশকর্মীরা অংশ নেন। হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক একে কুদরত পাশা এবং বিশ্বজন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কর্ণবাবু দাসসহ অনেকে।
বক্তারা বলেন, ‘বিজলি কৃষি’ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় এবং কৃষকদের দ্বিমুখী সুবিধা—চাষাবাদ ও বিদ্যুৎ উৎপাদন—দুটিই নিশ্চিত করতে পারে। তাই দ্রুত নীতিমালায় বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তাঁরা।
সিলেট, সুনামগঞ্জ, বিজলি কৃষি