শাবিপ্রবিতে পুনঃভর্তি ও সেমিস্টার ফি পরিশোধের নির্দেশ, শিক্ষার্থীদের ক্ষোভ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০২৫ ১২:১৮ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় ভয়েস ফর জাস্টিসের উদ্যোগে দিনব্যাপী মশা নিধন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।
শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, বিভাগীয় এলাকা, আবাসিক হল, আবাসিক কোয়ার্টার, খোলা স্থান ও ড্রেনেজ সিস্টেমে ব্যাপক মশানিধন স্প্রে কার্যক্রম পরিচালিত হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পরিচ্ছন্নতা প্রচারণা করা হয়।
ভয়েস ফর জাস্টিসের প্রেসিডেন্ট মোঃ মমিনুর রশিদ শুভ বলেন, "ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে জরুরি বিষয় হলো জনসচেতনতা ও সামাজিক আন্দোলন। আজ সারা দেশে ডেঙ্গু মশার প্রকোপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছে, অনেকেই মৃত্যুবরণ করছেন। এই বাস্তবতায় সবাইকে নিজেদের আশপাশ পরিচ্ছন্ন রাখতেই হবে।
তিনি আরো বলেন, এই উদ্যোগটি Voice for Justice-এর HealthGlow -A Health & Hygiene Mission–এর ধারাবাহিক কার্যক্রমের অংশ, যার মূল লক্ষ্য, “Clean, Healthy & Dengue-Free Campus”.
শাবি, ভয়েস ফর জাস্টিস, মশা নিধন, কর্মসূচি