শাবিপ্রবিতে পুনঃভর্তি ও সেমিস্টার ফি পরিশোধের নির্দেশ, শিক্ষার্থীদের ক্ষোভ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০২৫ ২:৩৬ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের জন্য ঘোষিত ১৭ ডিসেম্বর তারিখ নিরাপত্তা ও বিতর্কমুক্ত করার স্বার্থে গ্রহণযোগ্য বলে জানিয়েছেন উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
উপাচার্য ঘোষিত তারিখ প্রত্যাখ্যান করে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলাপকালে প্রো-ভিসি এ দাবি করেন।
তিনি বলেন, ‘শাকসু নির্বাচনের যে তারিখ দেয়া হয়েছে, এটি নিরাপত্তা ও বির্তকমুক্ত রাখতে গ্রহণযোগ্য। কারণ তার আগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস।’
প্রো-ভিসি বলেন, ‘আমাদের নিরাপত্তার একটি বিষয় ছিল, তার জন্য আমরা ১৭ ডিসেম্বর দিয়েছি। প্রশাসনের কাছে মনে হয়েছে এটি বির্তকমুক্ত ও গ্রহণযোগ্য হবে।’
এসময় প্রো-ভিসি দুটি ভুলের কথা স্বীকার করেন যার মধ্যে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন সংক্রান্ত ভাইস চ্যান্সেলর সংবাদ সম্মেলন স্থগিত হওয়া ও ওইদিন রাতেই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে শাকসুর সম্ভব্য ৮ থেকে ১০ তারিখের মধ্যের নির্বাচন করা যেতে পারে বলা।
রাত ৯টায় এক সংবাদ সম্মেলনে আগামী ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এএম সারওয়ারউদ্দিন চৌধুরী। তখনই তার ঘোষণা প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
শাবিপ্রবি, শাকসু, তফসিল, উপাচার্য, উপ-উপাচার্য