শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনকে কেন্দ্র করে শীতকালীন ছুটি পেছানোর সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে ছুটি পরিবর্তন করে নির্বাচনের পরিবেশ বানচালের চেষ্টা করছে।

শাকসু নির্বাচনের ঘোষিত তারিখ ১৭ ডিসেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বর করার দাবিতে আন্দোলনের মধ্যেই রেজিস্ট্রার শীতকালীন ছুটি ২১ ডিসেম্বর থেকে শুরুর পরিবর্তে ২৮ ডিসেম্বর থেকে শুরুর বিজ্ঞপ্তি জারি করেন। 

শিক্ষার্থীদের অভিযোগ, হঠাৎ ছুটি পেছানোর কোন যৌক্তিকতা নেই। অনেকে বাসায় যাওয়ার পরিকল্পনা করে ফেলেছে, বাস ট্রেনের টিকিট কেটে ফেলেছে । 

তাঁদের দাবি, নির্বাচনের আগে অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে প্রশাসন শিক্ষার্থীদের অংশগ্রহণ কমিয়ে দেওয়ার চেষ্টা করছে যা নির্বাচন বানচালেরই বার্তা দেয়।

শাবিপ্রবি ছাত্র মজলিসের সভাপতি জুনায়েদ আহমদ বলেন, ‘এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুপরিকল্পিত চক্রান্ত, নির্বাচন বানচালের চেষ্টা।’

তিনি বলেন, ‘ছুটি পিছিয়ে দেয়ার পিছনে কোন যুক্তিকথা নেই, ইতিমধ্যেই অনেক শিক্ষার্থী বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে, বাস ট্রেনের টিকিট কাটাও শেষ। ১৭ ডিসেম্বর নির্বাচনে শিক্ষার্থীরা থাকবে বাড়িতে, পরে দেখা যাবে নির্বাচন বানচাল করে ফেলা হয়েছে।’

পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ কাউসার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন চায় না, এটা ছুটি পেছানোর বিজ্ঞপ্তিতেই পরিষ্কার। তাদের এমন সিদ্ধান্ত আমরা মেনে নিব না, আমাদের দাবি ৮ ডিসেম্বর নির্বাচন এটি না মেনে ছুটি পেছানোর কোন যুক্তিকথা নেই।’

তিনি বলেন, ‘ভিসি স্যারকে তার এমন অদ্ভুত সিদ্ধান্ত বাতিল করে শিক্ষার্থীদের পক্ষে আসার জন্য আহবান জানাচ্ছি। একটা পক্ষকে খুশি করে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়াটা ঠিক হয়নি।’


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, শাকসু, তফসিল, উপাচার্য, ছুটি, আন্দোলন, বিক্ষোভ