শাবিপ্রবিতে পুনঃভর্তি ও সেমিস্টার ফি পরিশোধের নির্দেশ, শিক্ষার্থীদের ক্ষোভ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ শিক্ষার্থীদের আশ্বস্ত করলেও অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণার জন্য উপাচার্যের সংবাদ সম্মেলনের কথা থাকলেও তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে, এমন সংবাদে বিক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।
পরে রাত ১০টা পর্যন্ত কোন ঘোষণা না আসায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকের সামনের অবস্থান নেন শিক্ষার্থীরা।
রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন শিক্ষার্থীদের সাথে কথা বলতে ঘটনাস্থলে আসেন। এ সময় তিনি উপাচার্যের বরাতে শুক্রবার দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হবে বলে তাদেরকে আশ্বস্ত করেন।
তবে কোষাধ্যক্ষের এ আশ্বাস প্রত্যাখ্যান করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভরত শিক্ষার্থী দেলওয়ার হোসেন শিশির বলেন, যে সকল বিশ্ববিদ্যালয়ে আগে কখনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি, তারাও রোডম্যাপ ঠিক করে মঞ্জুরি কমিশনের অনুমতি নিয়ে তফসিল ঘোষণা করেছে, কিন্তু শাবিপ্রবিতে আগে ৬ বার শাকসু নির্বাচন হওয়ার পরও এখনো রোডম্যাপ নির্ধারিত না হওয়ার বিষয়টি রহস্যজনক।
আরেক শিক্ষার্থী দাবি করেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় না শিক্ষার্থীরা প্রতিনিধিত্বশীল জায়গায় যাক, এতে করে ক্যাম্পাসের প্রকল্প নিয়ে দুর্নীতি ও অনিয়ম ফাঁস হয়ে যাওয়ার ভয় আছে প্রশাসনে। তাই এখন পর্যন্ত তফসিল নিয়ে টালবাহানা চলছে।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয় শাবিপ্রবি প্রশাসন। এ লক্ষ্যে গত ২৭ অক্টোবর ১৫ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
শাবিপ্রবি, শাকসু, তফসিল, উপাচার্য, বাসভবন, অবস্থান, কোষাধ্যক্ষ,