ছবিঃ আন্দোলনরত শিক্ষার্থীরা। সিলেট ভয়েস

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন সংক্রান্ত উপাচার্যের (ভিসি) সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। 


সংবাদ সম্মেলন স্থগিতের খবর ছড়িয়ে পড়লে একদল শিক্ষার্থী রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে রাত ১০টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।


আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শাকসু নিয়ে উপাচার্যের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ‘অনিবার্য কারণবশত’ তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

এদিকে খবরটি ছড়িয়ে পড়লে রেজিস্ট্রার ভবনের সামনে জড়ো হয়ে ‘শাকসু চাই, শাকসু দাও, নইলে গদি ছাইড়া দাও’ ‘শাকসু নিয়ে তালবাহানা চলবে না, চলবে না’ ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ সাস্টিয়ান সাস্টিয়ান এক হও, লড়াই করো’ ইত্যাদি স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

 

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয় শাবিপ্রবি প্রশাসন। এ লক্ষ্যে ১৫ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাকসু নির্বাচন, শাবিপ্রবি আন্দোলন, সাস্ট বিক্ষোভ, শাহজালাল বিশ্ববিদ্যালয় সংবাদ, সিলেট শিক্ষা সংবাদ