শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করবেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন না হওয়ায় ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হয়েছে, নেতৃত্ব বিকাশের সুযোগ হারিয়েছে শিক্ষার্থীরা এবং প্রশাসনের একচ্ছত্র কর্তৃত্ব বেড়ে গেছে। তাদের মতে, ছাত্ররাজনীতি এখন দখলদারিত্বের সংস্কৃতিতে পরিণত হয়েছে।

শিক্ষার্থীরা জানান, এর আগে শান্তিপূর্ণভাবে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শাকসু নির্বাচনের দাবি জানানো হলেও প্রশাসন এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। গত ১৯ অক্টোবর মানববন্ধনের মাধ্যমে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল রোডম্যাপ ঘোষণার জন্য। কিন্তু সময়সীমা শেষ হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি।

তারা বলেন, “আমরা আর কোনো আশ্বাস চাই না, চাই নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি। প্রশাসন যদি এবারও নীরব থাকে, আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।”

সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠন, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাকসু, শাবিপ্রবি, সিলেট, নির্বাচন