সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় তার নিকট থেকে ৮০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 

 

আটককৃত মাদক ব্যবসায়ী সুনামগঞ্জের ছাতক উপজেলার মন্ডলী ভোগ ও বর্তমান লালদিঘীরপাড়স্থ ব্রহ্মময়ী বাজার এলাকার মৃত বাদল মালাকারের ছেলে সম্রাট মালাকার । 

 

বুধবার (৩০ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

 

পুলিশ সুত্র জানায়, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা অভিযান চালিয়ে লালদিঘীরপাড়াস্থ হকার্স মার্কেটের ১নং গেইট সংলগ্ন পশ্চিম পাশের ব্রহ্মময়ী বাজারের আল মোবারক ব্যাচেলার বোর্ডিং থেকে সম্রাট মালাকার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার হেফাজত থেকে ৮০পিস মাদকসামগ্রী ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 

 

পুলিশ আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা (মামলা নং ৪৩) দায়ের করা হয়েছে। আইনানুগ প্রস্তুতি শেষে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন