শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের মৃত্যুর তিনদিন পর শোক প্রকাশ করে একদিনের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে স্কলার্সহোমের শাহী ঈদগাহ ক্যাম্পাস।


তবে শোক প্রকাশ নয়, বরং শিক্ষার্থীদের প্রতিবাদ এড়াতে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে দাবি আজমানের সহপাঠীদের।


শনিবার (২০ সেপ্টেম্বর) স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মুনীর আহমেদ কাদেরী (অব.) স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্কলার্সহোমের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের আকস্মিক মৃত্যুতে স্কলার্সহোম পরিবার গভীরভাবে শোকাহত। এজন্য আগামী ২১ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার) স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের সকল ধরণের একাডেমিক কার্যক্রম (শ্রেণী কার্যক্রম, পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ইত্যাদি) বন্ধ থাকবে।’


আজমানের সহপাঠীরা জানান, রবিবার সাধারণ শিক্ষার্থীরা আজমানের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করছিলো। কর্তৃপক্ষ মূলত এই বিক্ষোভ এড়াতে প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে।


গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সিলেট নগরীর বনকলাপাড়া এলাকার বাসা থেকে আজমানের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ এ মৃত্যুকে আত্মহত্যা হিসেবে বললেও তার পরিবারের অভিযোগ, স্কলার্সহোম কর্তৃপক্ষের দুর্ব্যবহারে কষ্ট পেয়ে আত্মহত্যা করেছে আজমান।


পরিবারের অভিযোগ দ্বাদশ শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষায় ৫টি বিষয়ে খারাপ ফল করায় স্কুল কর্তৃপক্ষ আজমান ও তার বাবা-মাকে ডেকে অপমান করেন এবং আজমানকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে অন্য স্কুলে নিয়ে যেতে বলেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে স্কলার্সহোম কর্তৃপক্ষ। 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, আজমান, মৃত্যু, স্কলার্সহোম,