শান্তিগঞ্জে মাদকের সঙ্গে জড়িত দুইজন গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২৫ ৫:১৩ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই রুবেল আহমেদ এহিয়া (২৫) খুন হয়েছেন। নিহত রুবেল আহমেদ এহিয়া একই গ্রামের মৃত হাজী আসিক মিয়ার ছেলে।
মঙ্গলবাল (২৯ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।
তিনি জানান, গত ২৮ এপ্রিল সকালে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া কাঁচি দিয়ে এহিয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসাপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থান মারা যান।
ওসি আরও বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় মৃতের বড়ভাই জাকারিয়াকে প্রধান আসামী করে আজ (২৯ এপ্রিল) একটি মামলা রজু হয়েছে। আসামীদেরকে আটকে অভিযান চলমান রয়েছে।
নিহত রুবেল আহমেদ এহিয়া সৌদি আরব প্রবাসী ছিলেন। পাঁচ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে আট মাস আগে তিনি বিয়ে করেন। এরপর পুনরায় তিন মাসের ছুটিতে দেশে আসেন। আগামী ৪ মে তার সৌদি আরবে ফেরার কথা ছিল।
কোম্পানীগঞ্জ, খুন, হত্যা, প্রবাসী এহিয়া