শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলনে ডিসি সারওয়ারের অভিযান
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২৫ ১:৩৫ অপরাহ্ন
ছাত্র-জনতার আন্দোলনে হামলাসহ বিভিন্ন অভিযোগে সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) রাতে নিজ এলাকা থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।
ওসি জানান, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার অভিযোগসহ তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। ডিবি আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও শ্রমিক ইউনিয়নের সভাপতি থাকার সুবাদে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তাছাড়া আওয়ামীলীগ সকারের সময় জাকারিয়া সিলেটে প্রভাব বিস্তার করে চলতেন। তার ডাকে শ্রমিকরা প্রায়ই সড়ক অবরোধ করতেন, যার ফলে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হতো।