শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) এর নতুন ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. ফয়জুল হক।
 
 মঙ্গলবার (২৬ আগষ্ট) রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।


 অফিস আদেশে বলা হয়, শাবিপ্রবি আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক মো:আব্দুর রহিম শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পুনরাদেশ না দেয়া পর্যন্ত উক্ত ইন্সটিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. মো: ফয়জুল হক কে দায়িত্ব প্রদান করা হলো।তার দায়িত্ব পালন যোগদানের তারিখ হতে কার্যকর হবে।তিনি বিধি মোতাবেক ভাতা অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।
 
উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ ডিসেম্বর শাবিতে আধুনিক ভাষা ইনস্টিটিউট চালু করার অনুমোদন দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এরপর থেকে শাবিপ্রবির এই ইনস্টিটিউটটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, আইএমএল