ছবিঃ ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের আলোচনায় অংশ নিলেও শেষ পর্যন্ত সভা থেকে ওয়াকআউট (বর্জন) করেছে বামপন্থী সংগঠনগুলো। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপস্থিতির কারণ দেখিয়ে তারা এই সিদ্ধান্ত নেয়।

 

সোমবার (১৮ আগস্ট) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনে শাকসুর গঠনতন্ত্র পুনঃপ্রণয়ন ও বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ে সক্রিয় সব ছাত্রসংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

 

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের শাবিপ্রবি সংগঠক জোবায়ের জুয়েল সাংবাদিকদের বলেন, ‘আমাদের দলের অনেক নেতা বীর মুক্তিযোদ্ধা ছিল। আমরা মুক্তিযুদ্ধে গনহত্যাকারী কোন সংগঠনের সাথে বসতে চাই না। এজন্য আমরা সভা বয়কট করছি।’

 

এ বিষয়ে ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ‘প্রশাসনের আমন্ত্রণে আমরা আলোচনা সভায় যোগদান করি। কিন্তু আলোচনা সভা শুরুর পূর্বে ছাত্র ইউনিয়ন ছাত্রশিবির কে ৭১ বিরোধী ট্যাগ দিয়ে আলোচনা সভা থেকে ওয়াকআউটের ঘোষণা দেয়। কিন্তু আমরা ৭৭ সালে গঠিত হয়ে এখন পথচলছি। ট্যাগ দিয়ে কেউ আমাদের কাজের ব্যহত করতে পারবে না। তারা না থাকলেও অন্যান্য ছাত্র সংগঠন স্বতঃস্ফূর্তভাবে আলোচনা সভা শেষ করে।’

 

তিনি আরও বলেন, ‘২৪ পরবর্তী সময়ে আমরা একটি ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি তাদের মধ্যে ছাত্র ইউনিয়ন ফাটল ধরাতে চাচ্ছে। আমরা ৭১ যেমন ধারণ করি ২৪ কেও ধারন করি, এ দুটোকে মুখোমুখি দাঁড় করাতে চাই না।’ 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, শাকসু নির্বাচন, সভা বর্জন