শাবিপ্রবিতে পুনঃভর্তি ও সেমিস্টার ফি পরিশোধের নির্দেশ, শিক্ষার্থীদের ক্ষোভ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৫ মার্চ, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল ৯ মার্চ প্রকাশ করা হবে।
মঙ্গলবার সকালে শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভতি পরীক্ষার ফলাফল ৯ মার্চ ভর্তি–ইচ্ছুকদের এসএমএসের মাধ্যমে ও ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
গত ২৮ ফেব্রুয়ারি দেশের ৫টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শাবিপ্রবির ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ও ‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শাবিপ্রবি, সাস্ট, ভর্তি পরীক্ষা, ফলাফল