শাবিপ্রবিতে পুনঃভর্তি ও সেমিস্টার ফি পরিশোধের নির্দেশ, শিক্ষার্থীদের ক্ষোভ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৩ আগস্ট, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ন
সম্প্রতি কাউন্সিল নির্বাচনের পর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেছে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল।
বুধবার (১৩ আগস্ট) বাদ আসর নবনির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামী ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা মাজার জিয়ারতে অংশ নেন।
এ সময় কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজিব হোসাইন, হাবিবুর রহমান নাঈম, হাবিবুর রহমান হাবিব এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী এহসানুল হক তালহা ও শাহ হুমায়ুনও উপস্থিত ছিলেন।
জিয়ারতে আরও উপস্থিত ছিলেন জাকির চৌধুরী, আমিনুর রহমান ইয়াহিয়া, শামসুজ্জামান দীপন, মেহেদী চৌধুরী, মাসুদ রানা, জুয়েল মাহমুদ, তৈয়বুর রহমান আবির, মহসিন আহমদ সুহেল, সানোয়ার আহমদ মাহদী, আশরাফ হোসেন সুহেল, আজহারুল ইসলাম, আমির হোসেন জাকির, কিবরিয়া আহমদ সৌরভ, সোহাগ আলম, মাহদি ইসলাম, নাসির হোসাইন, মারজান আহমদ, আহমদ আল মারওয়ান, আবিদ আহমদ, সজিব পাল, মাসুম আহমদ, আব্দুল করিম কিবরিয়া, লায়েক আহমদ, আব্দুল কাইয়ুম, আব্দুল মজিদ, রহিম আলী, লিমন হোসেন, সিদ্দিকুর রহমান, কিবরিয়া আহমদ সৌরভ, আরিফুল হক, মাহতাবুর রহমান শাফী, ওয়াসিম চৌধুরী, তৈয়বুর রহমান আবির, কাওছার আহমদ, ইমন চৌধুরী, আহমদ শাহরিয়ার চৌধুরী মাহি, আবু রায়হান, মাহবুবুর রহমান, ফাহমিদ আহমদ, জাহেব আহমদসহ অন্যনা নেতাকর্মী।
এমসি কলেজ ছাত্রদল, ছাত্রদল, এমসি কলেজ