ছবিঃ ফাইল ছবি

দীর্ঘ একুশ বছর পর পুনরায় কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব পেতে যাচ্ছে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল। আগামীকাল সোমবার (১১ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে।


কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে মোট ভোটার রয়েছেন ৬৩৯ জন। 


জানা গেছে, ভোটাররা সরাসরি নিজ নিজ পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কাউন্সিলে সভাপতি পদে লড়ছেন খান মোহাম্মদ সামি, রাজিব হোসাইন সাহিদ, দেবব্রত দে সুনাম, হাবিবুর রহমান নাঈম ও হাবিবুর রহমানসহ মোট ৫ জন। 


সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে লড়ছেন ৪ জন। তারা হলেন— জুনেদুর রহমান জুনেদ, এহসানুল হক তালহা, হুমায়ুন রশিদ শাহ ও মুহসীন আহমদ সোহেল।


কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত থাকবেন। এমসি কলেজের কাউন্সিলে কেন্দ্রীয় সভাপতির সরাসরি উপস্থিতি এবারই প্রথম বলে জানিয়েছেন নেতারা।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম কার্দি, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।


সিলেট মহানগর ছাত্রদলের আয়োজনে কাউন্সিলে সভাপতিত্ব করবেন এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেমিল আহমদ সাগর এবং সঞ্চালনা করবেন সদস্য সচিব মোহাইমিনুল হক তপু। 


অন্যদিকে প্রচারণার একদম শেষ মুহুর্তে রয়েছেন প্রার্থীরা। ফলে উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে সমর্থন আদায়ে একদম শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন তারা।  


এর আগে ২০২১ সালের জানুয়ারিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও কার্যক্রমের ধারাবাহিক অগ্রগতির জন্য ২১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে নানা কারণে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করতে পারেনি সংগঠনটি।


কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে পুনরায় সক্রিয় হয়ে ওঠে দলটি। এরপর থেকেই কলেজের বিভিন্ন সভা-সমাবেশ ও অনুষ্ঠানে সরব ভূমিকা পালন করতে দেখা যায় তাদের।  


কাউন্সিলের ব্যাপারে এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগর সিলেট ভয়েসকে বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘ দিনের প্রত্যাশাকে সামনে রেখে দীর্ঘ ২১ বছর পর সকল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। অবশেষে কর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে এমসি কলেজ ছাত্রদল। শিক্ষার্থীদেরকে প্রাধান্য দিয়ে এই নেতৃত্ব কাজ করবে।’ 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এমসি কলেজ , কাউন্সিল, এমসি কলেজ ছাত্রদল, ছাত্ররাজনীতি, ছাত্রদল