হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেটে ঘোষণা করা হয়েছে আজ সোমবার (২৮ জুলাই)। ১৬ কোটি ৩৪ লাখ টাকার মোট বাজেটে গবেষণা অনুদান হিসেবে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ২১ লাখ টাকা, যা মোট বাজেটের প্রায় ১.২৮ শতাংশ।

চলতি অর্থবছরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তাদের বাজেট বরাদ্দের ৩.৯৫ শতাংশ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাজেট বরাদ্দের ৪.৮৭ শতাংশ গবেষণা খাতে বরাদ্দ রেখেছে। সে তুলনায় এই বাজেট বরাদ্দ খুবই অপ্রতুল।

বিশ্ববিদ্যালয়ের ঘোষিত বাজেট অনুযায়ী, মোট ১৬ কোটি ৩৪ লাখ টাকার মধ্যে ১৬ কোটি ৪ লাখ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে প্রদান করবে সরকার এবং বিশ্ববিদ্যালয় নিজস্ব আয় থেকে সংস্থান করবে ৩০ লাখ টাকা।
চলতি অর্থবছরে মোট আবর্তক ব্যয় বরাদ্দ দেয়া হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে বেতন খাতে ৩ কোটি ৪৭ লক্ষ টাকা, ভাতা খাতে ২ কোটি ৪৭ লক্ষ টাকা, পণ্য ও সেবা বাবদ সহায়তা খাতে ৪ কোটি ৯১ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। 

এছাড়া, মোট মূলধন ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৫ লাখ টাকা। এরমধ্যে যন্ত্রপতি ২ কোটি ৯৩ লক্ষ টাকা, যানবাহন ৯২ লক্ষ টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুদান ৭০ লক্ষ টাকা ও অন্যান্য মূলধন অনুদান ৫০ লক্ষ টাকা। 

ছাত্রকল্যাণে মোট বাজেট ৫৭ লক্ষ ৯২ হাজার টাকা, যার মধ্যে মেধা ও বৃত্তি বাবদ ২০ লক্ষ ৫০ হাজার টাকা, ছাত্রী হল বাবদ ১৯ লক্ষ ৯২ হাজার টাকা রয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বাজেট ঘোষণার সময় বলেছেন, “আমরা আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বাজেট ঘোষণা করছি। আমাদের লক্ষ্য হল প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা ও অগ্রাধিকার নিশ্চিত করা।”


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, হবিগঞ্জ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, বাজেট, গবেষণা, অপ্রতুল বরাদ্দ