২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ এবং রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখা। মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি কাওছার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, যুব জমিয়ত সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি বেলাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি জাহিদ আল হাসান, সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আহাদ, সরকারি মাদ্রাসা সম্পাদক সুহাইল আহমদ, দপ্তর সম্পাদক তোফায়েল আহমদ মাহের, সাহিত্য সম্পাদক শাকির আহমদ।

এ সময় বিভিন্ন উপজেলা থেকে আগত অনেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

দোয়া মাহফিলে নিহতদের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

ছাত্র জমিয়ত সিলেট, জুলাই শহীদ স্মরণ, মাইলস্টোন কলেজ দুর্ঘটনা, দোয়া মাহফিল সিলেট, ছাত্র জমিয়তের কার্যক্রম