ধানের শীষের বিজয় নিশ্চিতে সিলেট-৪ আসনে বিএপির সবাই ঐক্যবদ্ধ: আব্দুল হাকিম চৌধুরী
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২২ জুলাই, ২০২৫ ১০:৫১ অপরাহ্ন
২৪'র জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে উপমহাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)। আগামী ২৫ জুলাই ও ১ আগস্ট এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
২৫ জুলাই (শুক্রবার) বিকেল ৪টা থেকে শুরু হবে গ্রাফিতি অংকন প্রতিযোগিতা। এতে অংশ নেবে তিনটি গ্রুপ ক গ্রুপ: ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি, খ গ্রুপ: ৬ষ্ঠ শ্রেণি থেকে এসএসসি ২০২৫ পরীক্ষার্থী, গ গ্রুপ: কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
বিকেল ৫টা ৩০ মিনিটে 'জুলাই গণ-অভ্যুত্থান' বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বক্তৃতার প্রতিযোগিতায় অংশ নেবে ক গ্রুপ: ৩য় শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি, খ গ্রুপ: ৭ম শ্রেণি থেকে এসএসসি ২০২৫ পরীক্ষার্থী, গ গ্রুপ: কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
১ আগস্ট (শুক্রবার) বিকাল ৪টার কর্মসূচি “বিপ্লবের কবিতা পাঠ” বিকাল ৫টা ৩০ মিনিটে র্যালি, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে কেমুসাসের পৃষ্ঠপোষক, জীবন সদস্য, সাধারণ সদস্য ও সাহিত্যমোদী সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন— সভাপতি অধ্যক্ষ মাসউদ খান, সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, জুলাই গণ-অভ্যুত্থান উদযাপন কমিটির আহ্বায়ক আরিফুল হক চৌধুরী, এবং সদস্যসচিব আব্দুল মুকিত অপি।
উল্লেখ্য, গ্রাফিতি অংকনের সরঞ্জাম প্রতিযোগিদেরকে নিয়ে আসতে হবে, সংসদ থেকে শুধুমাত্র কাগজ সরবরাহ করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদেরকে আগামী ২৪ জুলাইয়ের (বৃহস্পতিবার) মধ্যে অফিস চলাকালীন অফিস এসে নাম তালিকাভুক্ত করতে হবে। প্রয়োজনে ০১৬১১ ৭১৯০০১, ০১৭১২ ১৬৬৬৮৮ নম্বরে যোগাযোগ করতে হবে।
কেমুসাস সিলেট, জুলাই গণ অভ্যুত্থান, সাহিত্য সংসদ প্রতিযোগিতা, গ্রাফিতি অংকন সিলেট, সিলেটে বক্তৃতা প্রতিযোগিতা