দলের ঐক্য সুসংহত রেখে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে: মিফতাহ্ সিদ্দিকী
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২০ জুলাই, ২০২৫ ৯:১৬ অপরাহ্ন
রোটাবর্ষ ২০২৫–২৬ উপলক্ষে রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত সভায় তরুণদের সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবিদুর রহমান বলেন, 'রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা শিক্ষা, চিকিৎসা, মানবসেবা ও সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা দেশ-বিদেশে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।'
তিনি আরও বলেন, 'তরুণরাই পারে একটি দেশের ইতিবাচক পরিবর্তন আনতে। রোটার্যাক্টরা সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছে।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটার্যাক্টর নাহিদ মিয়া এবং পরিচালনা করেন সেক্রেটারি রোটার্যাক্টর সায়েক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান এক্স-রোটার্যাক্ট পিপি এনামুল হক চৌধুরী সোহেল, আলীবাবা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সিইও এক্স-রোটার্যাক্ট ফারহান আহমদ শোয়েব, ডিরেক্টর এক্স-রোটার্যাক্ট খলিল আহমদ দিপু এবং রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের সেক্রেটারি রোটারিয়ান মিয়া মো. রুস্তম মাসুদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ক্লাবের এডভাইজর পিপি রাসেল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মো. আশরাফ উদ্দিন, বিভিন্ন রোটার্যাক্ট ও ইন্টার্যাক্ট ক্লাবের পিপি ও নেতৃবৃন্দ।
রোটার্যাক্ট ক্লাব সিলেট গ্রীন বাডস,রোটাবর্ষ ২০২৫–২৬ প্রথম সভা,তরুণদের সামাজিক উদ্যোগ