সিলেট মহানগর কৃষকদলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং দলের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে নগরীর ৭ নম্বর ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

রোববার (২০ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। 

তিনি বলেন, 'গাছ শুধু রোপণ করলেই হবে না, যত্ন নিতে হবে। গাছ পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য ও মানবজাতির অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র এবং পরিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছে। আমাদের নেতাকর্মীরাও বৃক্ষপ্রেমিক, যারা দেশ ও পরিবেশের কল্যাণে কাজ করে চলেছেন।'

তিনি আরও বলেন, 'গাছ লাগানোর পর নিয়মিত পরিচর্যা না হলে বৃক্ষরোপণের উদ্দেশ্য ব্যাহত হয়। তাই কৃষকদলের নেতাকর্মীদেরকে এই চারাগুলোর যত্ন নেওয়ার দায়িত্ব নিতে হবে।' 

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেন, 'বিএনপির এই কর্মসূচির মাধ্যমে প্রমাণ হয়, আমরা শুধু রাজনীতি করি না, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও চিন্তা করি।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন লিটন, রেজাউল করিম আলো, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মিলন, ২ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ এবং মহানগর কৃষকদলের নেতাকর্মীরা।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট কৃষকদলের বৃক্ষরোপণ,বিএনপির পরিবেশ কর্মসূচি,খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাছ রোপণ