সিলেটে পরিবার কল্যাণ সপ্তাহ সেবা ও প্রচার সপ্তাহের উদ্ভোধন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৫ ৮:৫১ অপরাহ্ন
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে উপমহাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ২ দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। উক্ত কর্মসূচির মধ্যে রয়েছে গ্রাফিতি অঙ্কন, নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা, কবিতা পাঠ ও আলোচনা সভা।
আজ শনিবার (১৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল কর্মসূচির বিষয়ে জানিয়েছেন কেমুসাসের জুলাই গণ-অভ্যুত্থান উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুল মুকিত অপি।
কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ জুলাই বিকেল ৪টায় ক গ্রুপ (১ম থেকে ৫ম), খ গ্রুপ (৬ষ্ঠ থেকে এসএসসি ২০২৫) ও গ গ্রুপ (কলেজ-বিশ্ববিদ্যালয়) অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য জুলাইয়ের গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পরে বিকাল সাড়ে ৫টায় ক গ্রুপ (৩য় থেকে ৬ষ্ঠ), খ গ্রুপ (৭ম থেকে এসএসসি ২০২৫) ও গ গ্রুপ (কলেজ-বিশ্ববিদ্যালয়) অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বক্তৃতার বিষয় হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান।
বিজ্ঞপ্তিতে অংশগ্রহণকারীদের গ্রাফিতি অঙ্কনের সরঞ্জাম নিয়ে আসার জন্য বলা হয়েছে এবং সংসদ থেকে শুধুমাত্র কাগজ সরবরাহ করা হবে বলে জানানো হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদেরকে আগামী ২৪ জুলাই ২০২৫ এর মধ্যে অফিস চলাকালীন কেমুসাস কার্যালয়ে নাম তালিকাভুক্ত করতে হবে।
কর্মসূচির দ্বিতীয় দিনে ১ আগস্ট ২০২৫ শুক্রবার বিকাল ৪টায় বিপ্লবের কবিতা পাঠ, বিকাল সাড়ে ৫টায় জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে র্যালি এবং সন্ধ্যা ৭.১৫টায় আলোচনা সভা সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ।
কেমুসাসের পৃষ্ঠপোষক, জীবন সদস্য, সাধারণ সদস্য ও সকল সাহিত্যমোদীদের বর্ণিত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য কেমুসাসের সভাপতি অধ্যক্ষ মাসউদ খান, সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, জুলাই গণ-অভ্যুত্থান উদযাপন কমিটি ২০২৫ এর আহ্বায়ক আরিফুল হক চৌধুরী ও সদস্যসচিব আব্দুল মুকিত অপি সবাইকে অনুরোধ করেছেন।
জুলাই গণ-অভ্যুত্থান, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, কেমুসাস, গ্রাফিতি অঙ্কন, বিপ্লবের কবিতা পাঠ,