শাবিপ্রবিতে পুনঃভর্তি ও সেমিস্টার ফি পরিশোধের নির্দেশ, শিক্ষার্থীদের ক্ষোভ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৪ এপ্রিল, ২০২৫ ৪:২১ অপরাহ্ন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলতি বছরের গ্রীষ্মকালীন ছুটি কমানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী ১২দিন ছুটি থাকলেও তা ৫দিন কমিয়ে ৭দিন করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সেশনজট নিরসনে ডিন্স কমিটির সুপারিশ অনুযায়ী আগামী ২২ মে, ২০২৫ তারিখ পর্যন্ত শিক্ষা কার্যক্রম (ক্লাস, পরীক্ষা ও ল্যাব) চালু থাকবে। একইসাথে আগামী ১৮-২২ মে, ২০২৫ তারিখ পর্যন্ত ক্যালেন্ডারে উল্লেখিত গ্রীষ্মকালীন ক্লাস ছুটি বাতিল বলে গণ্য হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন কারণে তৈরী হওয়া সেশনজট কমাতে মূলত অ্যাকাডেমিক কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছেন। অনেক বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান রয়েছে। ঈদের আগে যাতে তাদের পরীক্ষা শেষ হয় এবং ঈদ পরবর্তী সময়ে নতুন সেমিস্টার শুরু করতে পারি সেজন্য এই সিদ্ধান্ত। শিক্ষার্থীদেরও একই দাবি ছিল।
শাবিপ্রবি, গ্রীষ্মকালীন ছুটি কমানো, সেশনজট নিরসন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি,