শাবিপ্রবিতে পুনঃভর্তি ও সেমিস্টার ফি পরিশোধের নির্দেশ, শিক্ষার্থীদের ক্ষোভ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ও কুয়েট ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে এবার আমরণ অনশন শুরু করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন শিক্ষার্থী।
তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার, গণিত বিভাগের শির্ক্ষার্থী হাফিজুল ইসলাম এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রাশিদ আবরার। অনশনরত তিন শিক্ষার্থীই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১টায় শাবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের এ তিন শিক্ষার্থী।
এসময় তারা ‘এক দুই তিন চার, মাসুদ তুই কুয়েট ছাড়’; ‘মাসুদ হটাও, কুয়েট বাঁচাও; বাহ! মাসুদ চমৎকার, সন্ত্রাসীদের পাহারাদার’; ‘মাসুদ কুয়েটে বহাল কেন? ইন্টেরিম জবাব দে’: `আমরণ অনশন’ ইত্যাতি লেখা সম্বলিত প্লাকার নিয়ে অবস্থান করছেন।
অনশনরত শিক্ষার্থী হাফিজুল ইসলাম সিলেট ভয়েসকে বলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে, অনশন চলছে। দাবি মানা হয় নি এখনো, ইতোমধ্যে অনশনের ৪০ ঘণ্টা অতিবাহিত হয়েছে। তবুত কুয়েটের ভিসি পদত্যাগ করেন নি। বরং তিনি নাকি বলছেন, মেজরিটি শিক্ষার্থীরা নাকি আন্দোলনের বিপক্ষে রয়েছে।
হাফিজুল ইসলাম আরও বলেন, কুয়েটের শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে আমরা শাবিপ্রবিতে আমরণ অনশনে বসেছি। যতক্ষণ না কুয়েটের ভিসি পদত্যাগ করছেন, ততক্ষণ আমাদেরও অনশন চলবে।
উল্লেখ্য, কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে আন্দোলন করছে কুয়েট শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে গত ২১ এপ্রিল বিকাল ৪টা থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে কুয়েট শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে শাবিপ্রবি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশনে বসেছেন।
কুয়েট আন্দোলন, শাবিপ্রবি, শাবি, উপাচার্য বিরোধী আন্দোলন