শাবিপ্রবিতে পুনঃভর্তি ও সেমিস্টার ফি পরিশোধের নির্দেশ, শিক্ষার্থীদের ক্ষোভ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২২ জুন, ২০২৫ ৯:২০ অপরাহ্ন
নারী শিক্ষার্থীদের নিয়ে সাইবার বুলিংয়ের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
রোববার (২২ জুন) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
বক্তারা জানান, ২ মে শাবিপ্রবির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হওয়ায়, ঘটনাটি জানাজানির পর থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে পুরো বিভাগের শিক্ষার্থীদের টার্গেট করে মিথ্যা ও অপমানজনক তথ্য ছড়ানো হচ্ছে। নারী শিক্ষার্থীদের নাম ব্যবহার করে চালানো হচ্ছে ধারাবাহিক সাইবার বুলিং, দেওয়া হচ্ছে অশ্লীল গালাগাল ও হুমকি।
সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আল-আমিন বলেন, ‘ধর্ষণের ঘটনায় দুই ছাত্র জড়িত থাকায় সামাজিক বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অত্যন্ত মর্মাহত। আমরা জড়িতদের রাষ্ট্রীয় আইনে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমরা তাদের সঙ্গে নিয়ে ক্লাসে বসতে চাই না। বিশ্ববিদ্যালয়ের আইনের মাধ্যমেও তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’
তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমরা এসব সাইবার বুলিংয়ের নিন্দা জানাচ্ছি। নারী শিক্ষার্থীদের নামে বানোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তা বন্ধ না হলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’
বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, ‘সাইবার বুলিংয়ে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এসব মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে আমাদের সহপাঠী ও বিভাগের সম্মান ক্ষুণ্ন করা হচ্ছে। আমরা এর যথাযথ বিচার দাবি করছি।’
প্রসঙ্গত, ২ মে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সমাজবিজ্ঞান বিভাগের দুই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ১৯ জুন ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শাবিপ্রবি মানববন্ধন, সাইবার বুলিং প্রতিবাদ, সমাজবিজ্ঞান বিভাগ শাবিপ্রবি, নারী শিক্ষার্থী অপপ্রচার, সিলেট বিশ্ববিদ্যালয় ধর্ষণ মামলা