শাবিপ্রবিতে পুনঃভর্তি ও সেমিস্টার ফি পরিশোধের নির্দেশ, শিক্ষার্থীদের ক্ষোভ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২২ জুন, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপল গ্লোবাল (ইউপিজি)’-এর তরুণ নেতৃত্বে বিকাশে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামছুন্নাহার।
শনিবার সন্ধ্যায় তিনি বিষয়টি নিশ্চিত করে শামছুন্নাহার বলেন, “এই প্ল্যাটফর্ম শুধু প্রশিক্ষণই দেয় না, তরুণদের ভেতরের মানবিকতা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতাকে জাগিয়ে তোলে।”
শামছুন্নাহার ইতিমধ্যে নিজের আবাসিক হলের শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম, শিশুদের মধ্যে পরিচ্ছন্নতা ও গুণগত শিক্ষা বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছেন। তার ভাষায়, “UPG একটি গ্লোবাল কমিউনিটির অংশ হয়ে বাস্তব পরিবর্তনের উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি করে।”
ইউপিজির ওয়েবসাইট ঘেটে দেখা যায়, পরিবেশ বিপর্যয়, দারিদ্র্য ও নেতৃত্ব সংকট যখন বিশ্বজুড়ে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে, তখন সেই সংকট থেকে উত্তরণে সম্ভাবনার নতুন আলো জ্বালাচ্ছে তরুণ নেতৃত্ব। এমন এক ভাবনা থেকেই গ্লোবাল প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপল গ্লোবাল (UPG)’ তরুণদের দক্ষতা ও মানবিক গুণ বিকাশে পরিচালনা করছে ‘UPG Sustainability Leadership’ নামের একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি।
সুইজারল্যান্ডভিত্তিক ইউপিজি ও যুক্তরাষ্ট্রের হারিকেন আইল্যান্ড সেন্টার ফর সায়েন্স অ্যান্ড লিডারশিপের যৌথ উদ্যোগে পরিচালিত এই প্রোগ্রামে জাতিসংঘের ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনে নেতৃত্ব দিতে আগ্রহী তরুণদের বাছাই করা হয়। ২০২৫ সালের প্রোগ্রামের জন্য প্রায় ১৪ হাজার আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিতরা অংশ নিচ্ছেন ৯ সপ্তাহব্যাপী অনলাইন প্রশিক্ষণে। সেখান থেকে সেরা ৬০ জন পাবেন আমেরিকার হারিকেন আইল্যান্ডে এক সপ্তাহের সশরীরে প্রশিক্ষণের সুযোগ। বিশ্বব্যাপী তরুণদের সক্রিয় অংশগ্রহণে গড়ে উঠতে পারে একটি টেকসই, মানবিক সমাজ। UPG-এর মতো উদ্যোগ দেশে-বিদেশে তরুণদের জন্য এমন ভবিষ্যতের পথ দেখায়।
শাবি, শাবিপ্রবি, আন্তর্জাতিক সম্মেলন, বিজ্ঞান ও প্রযুক্তি, গ্লোবাল প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপল গ্লোবাল, ইউপিজি