ছবিঃ ফাইল ছবি

আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও জানানো হয়েছে। 

রোববার (১৫ জুন) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ের মধ্যে অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রপাত এবং অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়। 

পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল ভোর ৬টা- আজ ভোর ৬টা) কোনো বৃষ্টি হয়নি। তবে আজ ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ১২ ঘণ্টায় শূণ্য দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, ভারী বৃষ্টি সিলেট, সিলেট তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টি, সিলেট আবহাওয়া আপডেট