ছবিঃ পিটিয়ে হত্যা করা মেছোবিড়ালটিকে। ভিডিও থেকে নেয়া ছবি।

সিলেটের ওসমানীনগর উপজেলায় সংকটাপন্ন প্রজাতির একটি মেছোবিড়ালকে (Fishing Cat) পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার আলমপুর গ্রামে জনতা নির্মমভাবে প্রাণীটিকে হত্যা করে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের এই ঘটনায় প্রাণী অধিকারকর্মী ও পরিবেশবাদীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, মেছোবিড়ালটি একটি ড্রেনে পড়ে যায়। এরপর লোহার রড ও লাঠি হাতে স্থানীয়রা প্রাণীটিকে ঘিরে ধরে নির্মমভাবে মারধর শুরু করে। একপর্যায়ে দড়ি দিয়ে বেঁধে ড্রেন থেকে তুলে পাশের খোলা জায়গায় ফেলে পিটিয়ে হত্যা করা হয়। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত—সব বয়সের মানুষ এতে অংশ নেয়।

পরিবেশকর্মী আব্দুল করিম কিম ভিডিওটি সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করে বনবিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ পাঠানো হয়, কিন্তু তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা প্রাণীটিকে মেরে ফেলে।”

সংকটাপন্ন মেছোবিড়াল: সংরক্ষণের প্রয়োজনীয়তা

মেছোবিড়াল (Prionailurus viverrinus) দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জলাভূমি অধ্যুষিত এলাকায় বসবাসকারী একটি বিড়াল প্রজাতির বন্যপ্রাণী। এটি একমাত্র বিড়াল প্রজাতি যা সাঁতার কাটে এবং মাছ খেয়ে বেঁচে থাকে। বাংলাদেশে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (IUCN) মেছোবিড়ালকে "Vulnerable" বা সংকটাপন্ন হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুসারে, এই প্রাণীটি সংরক্ষিত তালিকায় অন্তর্ভুক্ত। 

এই আইনের ৩৮ ধারায় বলা আছে— “সংরক্ষিত প্রাণীকে হত্যা, আহত করা বা আটক করা দণ্ডনীয় অপরাধ; এর জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।”

জনসচেতনতা ও আইনের প্রয়োগ জরুরি

পরিবেশকর্মীদের মতে, এই ধরনের নির্মমতার পেছনে রয়েছে জনসচেতনতার অভাব এবং বন্যপ্রাণী বিষয়ে পর্যাপ্ত প্রচারের ঘাটতি। তারা বলছেন, বন বিভাগকে অবশ্যই ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, পাশাপাশি গ্রাম ও মফস্বল পর্যায়ে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে শিক্ষা ও সচেতনতা কর্মসূচি বাড়াতে হবে।


শেয়ার করুনঃ

ভিজ্যুয়ালস থেকে আরো পড়ুন

মেছোবিড়াল, সংকটাপন্ন প্রাণী, সিলেট, ওসমানীনগর, বন্যপ্রাণী, প্রাণী অধিকার