কলেজে ভর্তি হওয়া সিলেটের চা শ্রমিক সন্তানদের পাঠ্যবই প্রদান
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৪ মে, ২০২৫ ৪:২১ অপরাহ্ন
‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে।
শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের আয়োজনে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। স্বাগত বক্তব্য রাখেন রিসার্চ সিস্টেমের পরিচালক ড. অরুণ চন্দ্র বর্মণ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন হর্টিকালচার বিভাগের প্রভাষক ড. জাকারিয়া চৌধুরী অনিক।
প্রধান অতিথি ড. মাছুমা হাবিব বলেন, 'দেশের কৃষি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় গবেষণা, কার্যকর নীতিমালা ও স্থানীয় জনগণের অংশগ্রহণ অপরিহার্য। ইউজিসি গবেষণার বিকাশে অঙ্গীকারবদ্ধ।
সেমিনারে ‘খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন প্রশমন ও হবিগঞ্জ জেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ একটি দশ বছরের রোডম্যাপ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অধ্যাপক ড. আবেদ চৌধুরী।
‘কৃষিতে বিভিন্ন বিষয়ের সমন্বিত সহযোগিতা’ শীর্ষক প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন বাউবি’র অধ্যাপক ড. মো. শওকত আলী এবং মডারেটর ছিলেন ড. জান্নাত সোপান। আলোচনায় অংশ নেন ব্রি হবিগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হিরেন্দ্র নাথ বর্মণ এবং হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি সেমিনার, জলবায়ু পরিবর্তন বাংলাদেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ,