সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর)  চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি আয়োজন করে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এম.টি.এফ) সিলেট।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আল আমিন, সঞ্চালনা করেন মো. ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা উমর ফারুক, গোলাম রাব্বি, সেক্রেটারি ইসমাইল হোসেন, জয়েন সেক্রেটারি আব্দুর রাজ্জাক, সাংগাঠনিক সম্পাদক এহসান উল্লাহ বিল্পবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, করোনা মহামারী, ডেঙ্গু ও নিপাহ ভাইরাসসহ বিভিন্ন সময়ে তারা জনস্বাস্থ্য রক্ষায় সম্মুখ সারিতে কাজ করেছেন। কিন্তু দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে ন্যায্য অধিকার ১০ম গ্রেড থেকে বঞ্চিত রয়েছেন।

ফোরামের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ১০ম গ্রেড বিষয়ে নতুন করে ফাইল ওয়ার্কিং বা কোয়ারীর নামে কোনো নাটক চললে, সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

বক্তারা সরকারের প্রতি জোর দাবি জানান, স্বাস্থ্যসেবা অচল হলে দায়ভার পুরোপুরি সরকারের। এবার কোনো আশ্বাস নয়, লিখিত সিদ্ধান্ত চাই। জাতীয় স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

মেডিকেল টেকনোলজিস্ট, সিলেট, ফার্মাসিস্ট