ছাতকে জমি নিয়ে বিরোধ : দুই গ্রামের সংঘর্ষে আহত অন্তত ১৫
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ নভেম্বর, ২০২৫ ১২:২৭ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামি আব্দুর রহমান (২০)–কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ বিশ্ব কলোনী এলাকায় র্যাব–৯ ও র্যাব–৭ এর যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব–৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ৯ নভেম্বর কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় মামলাটি করা হয়। মামলার পর থেকেই আসামিকে ধরতে র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২০ ফেব্রুয়ারি বিকেলে কমলগঞ্জের বনগাঁও এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ঘরে একা পেয়ে আব্দুর রহমান ধর্ষণ করেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তাঁর ইচ্ছার বিরুদ্ধে সম্পর্ক স্থাপন করেন। কিশোরী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি পরিবারের নজরে আসে। এ নিয়ে ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা বিষয়টি অস্বীকার করে হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
র্যাব জানায়, ঘটনাটি জানাজানি হওয়ার পর আব্দুর রহমান এলাকা ছেড়ে চট্টগ্রামে পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আব্দুর রহমানকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে কমলগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
মৌলভীবাজার, কমলগঞ্জ, ধর্ষন, গ্রেপ্তার