দেশের শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র এবারের আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে সুনামগঞ্জের চার ক্ষুদে সংগীতশিল্পী। 


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঘোষিত গ্রুপপর্বের ফলাফলে তাদের নাম আসে।


ফাইনালে উত্তীর্ণ চারজনই সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের শিক্ষার্থী। তারা হলেন- দেশাত্মবোধক গানে খ গ্রুপে প্রিয়ন্তী রাণী দাস, রবীন্দ্র, নজরুল ও দেশাত্মবোধক সঙ্গীতে খ গ্রুপে শুভমীতা তালুকদার, রবীন্দ্র সঙ্গীতে ক গ্রুপে শুভশ্রী সরকার এবং লোক সঙ্গীতে ক গ্রুপে দিয়া দাস।


আগামী ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত রাজধানীর বিটিভি ভবনে অনুষ্ঠিত হবে ফাইনাল অডিশন। সেখানে দেশের বিভিন্ন জেলার বাছাইকৃত প্রতিযোগিরা অংশ নেবেন।


জেলা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের প্রশিক্ষক সন্তোষ কুমার চন্দ বলেন,  ‘আমার জেলার ৪ জন ফাইনালে এই অনুভূতিটাই অন্যরকম। শিক্ষার্থীদের এমন সাফল্য আমাদের গর্বিত করেছে। তাদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।’ 


সুনামগঞ্জ জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী  বলেন, ‘শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে আমরা নিয়মিত উৎসাহ দিয়ে আসছি। নতুন কুঁড়িতে জেলার চার শিক্ষার্থীর ফাইনালে ওঠা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার। সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে এখন এই চার ক্ষুদে শিল্পীকে ঘিরে আনন্দের আমেজ বইছে। সবাই আশা করছেন, তারা জাতীয় পর্যায়ের মঞ্চেও জেলার মুখ উজ্জ্বল করবেন। ’


শেয়ার করুনঃ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি থেকে আরো পড়ুন

বিটিভি, নতুন, কুঁড়ি, ফাইনাল, সুনামগঞ্জ, চার, ক্ষুদে শিল্পী