শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
বহুমুখী সংকটে ব্যাহত সেবা, এক্স-রে করতে যেতে হয় জেলা শহরে
যাপিতজীবন
প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০২৫ ১:০৮ অপরাহ্ন
সিলেটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর অর্থাৎ ১ জানুয়ারি ২০২৫ থেকে রোববার (১৯ অক্টোবর) পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা ২৪৯ জন ।
রোববার (১৯ অক্টোবর) বিভাগীয় পরিচালকের কার্যালয় (স্বাস্থ্য) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে। কেবল চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৬ জন।
চলতি বছর আক্রান্তদের মধ্যে- সিলেটে ৪৭, সুনামগঞ্জে ৩৭, মৌলভীবাজারে ২৩ ও হবিগঞ্জ—১৪২ জন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১৮ জন। এরমধ্যে সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ১০ জন ও সিলেটে ৭ জন।
সিলেট, একদিন, ১০ জন, ডেঙ্গু শনাক্ত