শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলনে ডিসি সারওয়ারের অভিযান
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪৬ অপরাহ্ন
সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ মিছিল থেকে যানবাহন ভাঙচুরের ঘটনায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা কমরেড আবু জাফর ও কমরেড প্রণব জ্যোতি পাল জামিন পেয়েছেন।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) মেট্রোপলিটন প্রথম ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরিফুল হক জামিন শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
আসামীপক্ষের আইনজীবী রণেন সরকার রনি এ তথ্য নিশ্চিত করেছেন। একইসাথে এই দুই মামলায় গ্রেপ্তার আরো চার রিকশা চালকেরও জামিন দিয়েছেন আদালত।
ব্যাটারিচালিত রিকশা বন্ধে পুলিশ-প্রশাসনের অভিযানের প্রতিবাদে গত বুধবার নগরীতে বিক্ষোভ করেন চালক-মালিকরা। সেদিন তাদের মিছিল থেকে উপশহর মাইক্রোবাস স্ট্যান্ড, চৌহাট্টা পয়েন্ট ও বন্দবাজারের কোর্ট পয়েন্ট এলাকায় কয়েকটি মাইক্রোবাস, লেগুনা এবং অটোরিকশা ভাঙচুর করা হয়।
এসব ঘটনায় মো. আবুল কালাম ও মো. রুবেল নামের দুই ব্যক্তি বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা করেন। শনিবার, এই দুই মামলার আসামী হিসেবে কমরেড আবু জাফর ও কমরেড প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করে পুলিশ।
সিলেট, ব্যাটারি চালিত রিকশা, বাসদ, আবু জাফর, প্রণব জ্যোতি পাল, সিলেট আদালত, জামিন