সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শনিবার (১৯ জুলাই) বিকেলে ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আগেই শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যার বিচার নিশ্চিত করতে হবে। তিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, অথচ আজও তাঁর হত্যাকারীরা বিচারের বাইরে রয়েছে।”


তিনি আরও বলেন, “গত দেড় দশকে ফ্যাসিবাদী সরকারের রোষানলে বহু মানুষ পড়েছেন। আন্দোলনকারীরা অনেকেই ঠিকমতো চিকিৎসাও পাননি। এমনকি চিকিৎসা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তুরাবের মতো একজন সাহসী সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার পরেও যদি বিচার না হয়, তবে বিচারহীনতার সংস্কৃতি আরও ভয়ংকর হবে।”


অনুষ্ঠানে শহীদ তুরাবের সহকর্মীরা তাঁর স্মৃতিচারণ করেন এবং বলেন, একবছর পার হলেও এখনো বিচার শুরু হয়নি, দায়ীদের শনাক্ত করেই তদন্ত আটকে আছে।


দোয়া মাহফিলে শহীদ তুরাবের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট, অনলাইন প্রেস ক্লাব, শহীদ তুরাব, দোয়া মাহফিল