‘যাওয়ার সময় পাওয়ো আইঞ্জা করি ধরছইন, কইছইন আমি যাইয়ার দেশর লাগি শহীদ অইতাম, তুমি বাদা-নিষেদ দিও না।' — গৌছ উদ্দিনের শেষ কথা আজও গেঁথে আছে তার মায়ের হৃদয়ে।

২০২৪ সালের ৪ আগস্ট, সিলেটের গোলাপগঞ্জে পুলিশ-বিজিবি-সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ৩২ বছর বয়সী সিএনজি-অটোরিক্সাচালক গৌছ উদ্দিন। জুলাই গণঅভ্যুত্থানের শেষ সময়ে নিহত এ তরুণ পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে শহীদ স্বীকৃতি পেলেও তার পরিবারের মনে থেকে গেছে অগণিত ক্ষত, বঞ্চনা ও হতাশার গল্প।

এই ভিডিও ডকুমেন্টারিতে শহীদ গৌছের মা লেবু বেগম ও ভাই আবুল কালামের হৃদয়বিদারক বয়ানে উঠে এসেছে সেই দিনের বিভীষিকা, মরদেহ ফেরত না পাওয়ার দুর্বিষহ অভিজ্ঞতা ও রাজনৈতিকভাবে প্রভাবিত মামলায় হতাশার চিত্র। 

দেখুন সিলেট ভয়েস ভিজ্যুয়ালসে।


শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

সিলেট, জুলাই অভ্যুত্থান, গোলাপগঞ্জ, ৪ আগস্ট ২০২৪, শহীদ গৌছ উদ্দিন,