দলের ঐক্য সুসংহত রেখে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে: মিফতাহ্ সিদ্দিকী
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৫ জুলাই, ২০২৫ ৬:২৮ অপরাহ্ন
রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ১ম সভা ও ইয়ার লাঞ্চিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। শুক্রবার (৪ মে) নগরীর ইবনেসিনা হসপিটাল ক্যান্টিনরুমে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত পাঠ করেন ক্লাবের সদস্য রোটার্যাক্টর ইব্রাহিম চৌধুরী ও পারপাস পাঠ করেন ক্লাবের অতীত সভাপতি রোটার্যাক্টর শেখ সুহিন মিয়া।
পরে রোটাবর্ষ ২০২৪-২৫ ইয়ারের সভাপতি মুন্সি আব্দুর রউফ সভাপতি হিসাবে দায়িত্ব পালনকালে তিনি তার বছরের অর্জন ও কৃতিত্বগুলো তুলে ধরেন ও ক্লাবের পরিচালনা পর্ষদসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে রোটারিবর্ষ ২০২৫-২৬ ইয়ারের সভাপতি আব্দুল লতিফকে কলার হ্যান্ড ওভারের মধ্যে দিয়ে ইয়ার লাঞ্চিং সভা (উদয়ন-২০২৫) আনুষ্ঠানিক সুচনা করেন।
ইয়ারলাঞ্চিং সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ক্লাবের অতীত সভাপতি রোটার্যাক্টর শেখ সুহিন মিয়া, রোটার্যাক্টর আব্দুল্লাহ আল ফাহাদ, আইপিপি রোটার্যাক্টর মুন্সি আব্দুর রউফ, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটার্যাক্টর আবু তাহের, সদস্য, রোটার্যাক্টর রুবেল খান, ইন্টারেক্ট ক্লাব সিলেট সুরমার ইন্টারেক্টর আজিম ও ইউসুফ।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রোটারেক্ট ক্লাব সিলেট গ্রীন বার্ডসের অতীত সভাপতি রোটার্যাক্টর মো. রাসেল মিয়া, রোটার্যাক্টর লায়েক আহমদ, (২০২৪-২৫) এর আইপিপি রোটার্যাক্টর আরশাদ মিয়া, রোটারেক্ট ক্লাব অব সিলেট সিটির অতীত সভাপতি রোটার্যাক্টর নাজিফা সুলতানা তানহা, রোটারেক্ট ক্লাব সিলেট সিনার্জির অতীত সভাপতি রোটার্যাক্টর আব্দুল্লাহ রহমান, (২০২৫-২৬) সভাপতি রোটার্যাক্টর আল মামুন খান ও সাংবাদিক সাহিদুজ্জামান সুজন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব সিলেট সিনার্জির সহ সভাপতি আব্দুল বাছিত, হারুনুর রহমান, জাহিদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ইন্টারেক্টর আতাউর ইসলাম রাহুল, এলিগ্যান্স ক্লাবের সহ সভাপতি কামরুল ইসলাম, যুগ্ন সচিব মেহজাবিন মাহি, সদস্য মাহবুব তাহা কাউসার, শিপা আক্তার তানজিনা, গেষ্ট সালমান আহমদসহ অতিথিবৃন্দ। সভার মধবর্তী সময়ে ক্লাব সার্ভিস পরিচালনা করেন আবু তাহের। এসময় ক্লাব সার্ভিসে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।
সিলেট, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স, ইয়ার লাঞ্চিং