সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে জালিয়াতির মাধ্যমে আপন ভাইকে নিয়োগ দিয়েছেন অভিযোগ উঠেছে বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি কায়কোবাদ তালুকদারের বিরুদ্ধে।

এ নিয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন স্বজনপুর গ্রামের বাসিন্দা এবং পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থী গৌতম চক্রবর্তী। তিনি জানান, গত ২১ জুন অনুষ্ঠিত পরীক্ষায় অফিস সহায়ক পদে মোট তিনজন অংশ নেন। এর মধ্যে বৈধ প্রার্থী ছিলেন দুইজন, অন্যজন ছিলেন অবৈধভাবে অংশ নেওয়া এক পরীক্ষার্থী।

পরীক্ষার্থী গৌতম চক্রবর্তীর অভিযোগ করেন, সভাপতি কায়কোবাদ তালুকদার এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেনের যোগসাজশে কুচিরগাঁও গ্রামের ইপু চন্দ্র তালুকদারের বদলে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী ফয়সাল পরীক্ষায় অংশ নেন। পরে সভাপতির আপন ভাই জুনাইদ তালুকদারকে পদটিতে নিয়োগ দেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে সভাপতি কায়কোবাদ তালুকদার বলেন, ‘যে অভিযোগ করেছে, তারা বিদ্যালয়ের ভালো চায় না। এখনকার দিনে অনিয়ম বা দুর্নীতির কোনো সুযোগ নেই।’ কে নিয়োগ পেয়েছেন জানতে চাইলে তিনি প্রথমে বলেন, ‘নাম মনে নেই।’ পরে বলেন, ‘সে আমার আপন ভাই নয়, চাচাতো ভাই।’

তবে অনুসন্ধানে জানা গেছে, নিয়োগপ্রাপ্ত জুনাইদ তালুকদারের জাতীয় পরিচয়পত্রে তার পিতা ও সভাপতি কায়কোবাদের পিতার নাম আবু বক্কর এবং মাতার নাম একই।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার বলেন, ‘নিয়োগ বোর্ড কর্তৃপক্ষের মাধ্যমে হয়ে থাকে। বিষয়টি খতিয়ে দেখছি।’

সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Single News Bottom

শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

দিরাই, অনিয়ম, নিয়োগ, বিদ‍্যালয়, সুনামগঞ্জ