শাল্লায় 'ঠিকাদার-প্রকৌশলী সিন্ডিকেট', বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৪ জুলাই, ২০২৫ ৮:৩২ অপরাহ্ন
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পৃথক অভিযানে মাদক ও ভারতীয় বিড়িসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা এবং ৩৫ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়।
আটকরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার পাচাউন গ্রামের লেদন মিয়া ওরফে আব্দুর রহমান (৫২) ও মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া গ্রামের সৈয়দ আব্দুল গালিব (৪০)।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেজেলা গোয়েন্দা পুলিশ। অভিযানকালে শ্রীমঙ্গল থানার পাচাউন গ্রামে বসতঘরে অভিযান চালিয়ে আব্দুর রহমান (৫২) কে আটক করা হয়। এসময় ঘটনাস্থল তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
একই রাতে সদর উপজেলার শিমুলতলা বাজারের বিসমিল্লাহ ভেরাইটিজ স্টোরে অভিযান পরিচালনা করে দোকানের বিশ্রাম কক্ষে তল্লাশি করে একটি চটের বস্তার ভেতর থেকে ৩৫,০০০ শলাকা ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাই পথে আমদানি করা ভারতীয় বিড়ি উদ্ধারের ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে।
মৌলভীবাজার, শ্রীমঙ্গল, মাদক, আটক