হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর ও জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৭টায় নগরীর শামিমাবাদ মাদরাসার হলরুমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সভায় সিলেটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের সাথে পরামর্শক্রমে মাওলানা শায়খ মুশতাক আহমদ খানকে সভাপতি, হাফিজ মাওলানা আসজাদ আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সিলেট মহানগর শাখার কমিটি এবং মাওলানা রেজাউল করীম জালালীকে সভাপতি ও মাওলানা ইউসুফ খাদিমানীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সিলেট জেলা শাখার কমিটি পূনর্গঠন করা হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতী বশিরুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা মনির হুসাইন কাসেমী, সহকারী দাওয়াহ সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।

সভায় হেফাজতে ইসলাম সিলেট মহানগর ও জেলা শাখার কার্যক্রমকে আরও মজবুত ও গতিশীল করতে সকল ভুল বুঝাবুঝি ও বিভ্রান্তির উর্ধ্বে সবাইকে ধৈর্যের সাথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। 

সিলেটের ইসলামি রাজনৈতিক, সামাজিক সংগঠনের দায়িত্বশীল ও বিভিন্ন মাদ্রাসার যিম্মাদার, প্রতিনিধিত্বশীল তরুণ আলেম এবং সর্বস্তরের তাওহীদী জনতাকে নিয়ে নবীন ও প্রবীণের সমন্বয়ে আগামী ১৫ দিনের মধ্যে হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি এবং ১ মাসের মধ্যে সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা খলিলুর রহমান, মাওলানা সামীউর রহমান মুছা, মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা গাজী রহমতুল্লাহ, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা মোজাম্মিল হক তালুকদার, মাওলানা ইউসুফ খাদিমানী, মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আহমদ কবীর, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা মাশুক আহমদ সালামী প্রমুখ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

হেফাজতে ইসলাম সিলেট,হেফাজত নতুন কমিটি ২০২৫,শায়খ মুশতাক আহমদ খান,মাওলানা রেজাউল করীম জালালী