জামালগঞ্জে বিএনপির উঠান বৈঠক: ধানের শীষের পক্ষে জনমত গঠনে নেতাদের আহ্বান
রাজনীতি
প্রকাশঃ ২৫ মে, ২০২৫ ৮:২৩ অপরাহ্ন
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, 'গতকালের বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন প্রসঙ্গে কথা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জামায়াতের পক্ষ থেকে সব ধরনের প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।'
রোববার (২৫ মে) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় আয়োজিত চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর বলেন, 'নির্বাচনে স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে নানা প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, আগামীতে এমন একটি নির্বাচন হবে যেখানে একটি ইতিহাস তৈরি হবে। নির্বাচনে প্রত্যেক মানুষ হাসিমুখে ভোট দিয়ে বের হবে। কেউ গিয়ে দেখবে না যে, একজনের ভোট আরেকজন দিয়ে এসেছে।'
বৈঠকে মানবিক করিডোর না দেওয়ার বিষয়েও অন্তবর্তী সরকারকে তাঁদের অবস্থান জানানো হয়েছে বলে জানান ডা. শফিকুর রহমান।
উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরীর আমির মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির প্রকৌশলী এম. সায়েদ আলী, সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান ও প্রভাষক হামিদ খান, বর্তমান সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নিজাম উদ্দিন প্রমুখ।
সভায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষা এবং তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা লক্ষেও কথা বলেন জামায়াতে ইসলামীর আমির।
জাতীয় নির্বাচন ২০২৫, জামায়াতের নির্বাচন প্রস্তাবনা, ডা. শফিকুর রহমান, কুলাউড়া চা শ্রমিক সভা, মৌলভীবাজার জামায়াত