চোর সন্দেহে গাছে ঝুলিয়ে প্রতিবন্ধী যুবককে মারধর
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ মে, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ন
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেফতারকৃতদের একজন শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম শিবলু, অপরজন বাহুবলের পুটিজুরি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম।
সোমবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ শহরের দাউদনগর বাজার এলাকা থেকে আবুল কাশেম শিবলুকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার পশ্চিম বড়চর গ্রামের বাসিন্দা ও মুন্সি আব্দুল ছাত্তারের ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, 'আবুল কাশেম শিবলু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।'
অপরদিকে একই মামলায় সোমবার সকালে বাহুবলের ভাটপাড়া গ্রাম থেকে পুটিজুরি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম (৫০)-কে গ্রেফতার করে সেনাবাহিনী। তিনি ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং মৃত জমিদার আলীর ছেলে।
আবুল কালামকে গ্রেফতারের পর হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহাবুদ্দিন শাহীন বলেন, 'সেনাবাহিনী তাঁকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হবে।'
হবিগঞ্জ গ্রেফতার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শায়েস্তাগঞ্জ আওয়ামী লীগ