সিলেট সীমান্তঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে দেশটির জেলা প্রশাসন। সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র জঙ্গি তৎপরতা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের শঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।


শুক্রবার (৯ মে) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে পূর্ব জৈন্তিয়া হিলসের জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, বৃহস্পতিবার (৮ মে) থেকেই এই কারফিউ কার্যকর হয়েছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলো এখনো সম্পূর্ণভাবে কাঁটাতারের বেড়ায় ঘেরা নয়। ফলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী, চোরাকারবারী এবং অবৈধ অভিবাসীদের প্রবেশের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই প্রেক্ষাপটে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রতিদিন আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০০ মিটার এলাকার মধ্যে রাত্রিকালীন কারফিউ জারি থাকবে। এই সময়ে সীমান্ত পারাপার, পাঁচজন বা তার বেশি মানুষের একসঙ্গে চলাচল এবং অনুমতি ছাড়া যেকোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


ভারতের পূর্ব জৈন্তিয়া হিলসের জেলা প্রশাসন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। নিরাপত্তা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।


শেয়ার করুনঃ

বাংলাদেশ থেকে আরো পড়ুন

সিলেট সীমান্ত, রাত্রীকালীন কারফিউ, পূর্ব জৈন্তিয়া হিলস জেলা, অনুপ্রবেশ, ভারত, বাংলাদেশ