বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেটের আবৃত্তি সংগঠন ‘মুক্তাক্ষর’। বুধবার (৮ মে) বিকেল ৪টায় জিন্দাবাজারের নজরুল একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 


 দিনটি উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
 
ড. শহিদুল ইলামের সভাপতিত্বে এবং করেন এবং ঐশিকা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্রমণ লেখক মোয়াজ আফসার।

শুরুতে মুক্তাক্ষরের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর একক সংগীত পরিবেশন করেন একাধিক শিশু শিল্পী। 
অনুষ্ঠানে দলগত সংগীত পরিবেশন করেন শ্রী হট্ট ললিত কলা একাডেমি, সারেগামাপা এবং অনির্বাণ শিল্পী সংগঠন।

জয়শ্রী তালুকদারের আবৃত্তি ও সংগীত পরিবেশনার পর কবি অমিতা বর্ধন ও অন্যান্য অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।  

অনুষ্ঠানে ৩০ বছর ধরে জন্মভূমিতে থেকে সংস্কৃতি চর্চায় অবদান রাখার জন্য কৌতুক অভিনেতা ও আবৃত্তি শিল্পী তোফায়েল বাছিত তপুকে সম্মাননা প্রদান করা হয়। দলগত পারফরম্যান্স শেষে প্রতিটি দলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক বিমল কর। 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

রবীন্দ্রজয়ন্তী ২০২৫, মুক্তাক্ষর,নজরুল একাডেমি, সিলেট