বিচ্ছিন্নভাবে শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ না করে পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও ইউনেস্কোর সুপারিশ মোতাবেক শিক্ষা খাতে জিডিপির ৬% বরাদ্দের দাবিসহ ১১ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৭ মে) দুপুরে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিটি প্রদান করেন বাকবিশিস সিলেট জেলা, মহানগর ও বিভাগের নেতৃবৃন্দ। 

স্বারকলিপিতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হল, সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও শতভাগ উৎসবভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতা প্রদান, অন্তর্বর্তী সরকার কর্তৃক ১১টি বিষয়ের ওপর গঠিত ১১টি সংস্কার কমিশনের ন্যায় শিক্ষা বিষয়ের উপর শিক্ষা সংস্কার কমিশন গঠন, উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ এবং উচ্চ মাধ্যমিক কলেজের জ্যেষ্ঠ প্রভাষকের পদ বাতিল করে পূর্বের ন্যায় সহকারী অধ্যাপকের পদ চালু করা, বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্সসহ বিভিন্ন পর্যায়ে নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভুক্তসহ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অবিলম্বে এমপিওভুক্ত করা, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় অবসর সুবিধা প্রদান করা এই বিধান না হওয়া পর্যন্ত অবসরে যাওয়ার তিন মাসের মধ্যেই কল্যাণ ট্রাস্ট ও অবসর তহবিলের টাকা প্রদান নিশ্চিত করা, বেসরকারি কলেজে সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ সৃষ্টি করা, বিশ্ববিদ্যালয় শিক্ষকের ন্যায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করা, শিক্ষা প্রশাসনে বেসরকারি শিক্ষকদের আনুপাতিক হারে পদায়ন করা, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগের ক্ষেত্রে পূর্বের ন্যায় অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও কর্মচারী নিয়োগও শিক্ষক নিয়োগের ন্যায় এনটিআরসিএ বা অন্য যেকোনো বিকল্প শিক্ষক নিয়োগ, কমিশনের মাধ্যমে করা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের ওপর হামলা, নির্যাতন, লাঞ্ছনা ও চাকরিতচ্যুতি বন্ধ করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ন্যায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন প্রদান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, জেলা শাখার সভাপতি অধ্যাপক অজয় কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক ছাব্বির আহমদ, মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জান্নাত আরা খান পান্না, বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রাণকান্ত দাস, মহানগর সহসভাপতি অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন, মহানগর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাসমির রেজা, জেলা সাংগঠনিক সম্পাদক শিক্ষক ফারুক আহমেদ প্রমুখ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বাকবিশিস দাবি, শিক্ষা জাতীয়করণ, শিক্ষা খাতে জিডিপি বরাদ্দ, শিক্ষক স্মারকলিপি