বাউল, কেচ্ছা ও পল্লীগানের জনপ্রিয় শিল্পী মো. শফিকুন্নূরকে স্মরণে সিলেটে আয়োজন করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের। সোমবার (৫ মে) রাতে নগরীর জিন্দাবাজারে বাতিঘর গ্রন্থবিপণিতে প্রথম আলো বন্ধুসভা সিলেটের উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

'বাবার স্মৃতি, বাবার গান' শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত শিল্পীর বড় ছেলে জুবের আখতার তাঁর বাবার স্মৃতি রোমন্থন করেন এবং পরিবেশন করেন শফিকুন্নূরের গাওয়া ও রচিত কয়েকটি জনপ্রিয় গান। সন্ধ্যা পৌনে আটটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলো সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ।

শুরুতেই জুবের আখতারকে ফুল দিয়ে বরণ করে নেন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামান মাহবুব, মু. আনোয়ার হোসেন, নিরঞ্জন দে, বিধূভূষণ ভট্টাচার্য, মোস্তাক আহমাদ দীন, পুলিন রায়, সুমন বণিক, প্রণবকান্তি দেব এবং দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।

বাবাকে স্মরণ করে জুবের আখতার বলেন, “শাহ আবদুল করিম, কারি আমির উদ্দীন আহমদসহ অনেক সাধক ও শিল্পী আমাদের বাড়িতে এসেছেন। হাওরাঞ্চলের অনেক গীতিকারের পদচারণায় আমাদের বাড়ি ছিল প্রাণচঞ্চল।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শফিকুন্নূর ছিলেন বাউল, মালজোড়া এবং কেচ্ছাগানের এক নিরীক্ষাধর্মী শিল্পী। তাঁর দরাজ কণ্ঠে জীবন্ত হয়ে উঠত অনেক হারিয়ে যাওয়া পল্লিগান। তিনি জীবদ্দশায় প্রায় আড়াই শতাধিক গান ও বেশ কয়েকটি কেচ্ছা রচনা করেন। তাঁর কণ্ঠ ও সুরে অনেক গান পেয়েছে অমরত্বের স্বাদ।

শফিকুন্নূর ১৯৪৩ সালের ২৫ জুন সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৬ সালের ২৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।


শেয়ার করুনঃ

ভিজ্যুয়ালস থেকে আরো পড়ুন

শফিকুন্নূর, লোকসঙ্গীত, বাউল গান, পল্লীগান, কেচ্ছা গান, সুরের সাধক, স্মরণসভা, সিলেটের সাংস্কৃতিক অনুষ্ঠান, বাতিঘর সিলেট, বন্ধুসভা সিলেট